ঘূর্ণিঝড় ফণীর আশঙ্কায় উপকূলীয় এলাকায় তাই নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় দেশের সর্বদক্ষিণের উপকূলীয় জেলা বরগুনায় প্রস্তুতি সভা করা হয়েছে। দুর্যোগের ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা প্রশাসনসহ সরকারি বেসরকারি উদ্যোগে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বরগুনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক কবীর মাহমুদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় রেডক্রিসেন্ট, দুর্যোগ প্রস্তুতি কর্মসূচি (সিপিপি)সহ বরগুনার সকল সরকারি, বে-সরকারি ও সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্ধ উপস্থিত ছিলেন।
বরগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ বলেন, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে মিটিং করে ঘূর্ণিঝড় মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। নগদ অর্থ, টিন, চাল, শুকনো খাবারসহ বরগুনায় ৩৩৫টি আশ্রয় কেন্দ্র ও প্রায় ১০ হাজার সেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গঠন করা হয়েছে ৪২টি মেডিকেল টিম।
এসময় ঘূর্ণিঝড় মোকাবেলায় সকল বিভাগকে প্রস্তুত থাকার জন্য ও জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৪ ঘন্টা কন্ট্রোল খোলা হয়েছে। সকল সরকারি ও বেসরকারি কর্মকর্তা ও কর্মচারিদের ছুটি বাতিল করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন