নেত্রকোনা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা বৃহস্পতিবার বিকালে নেত্রকোনা আধুনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে নেত্রকোনা সদর উপজেলা ৪-০ গোলে আটপাড়া উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মঈনউল ইসলামের সভাপতিত্বে খেলার উদ্বোধন ঘোষণা করেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু এমপি।
এসময় সাথে ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী। ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুল আলম, পৌর মেয়র নজরুল ইসলাম খান, টুর্নামেন্ট আহ্বায়ক আবু নাসের তালুকদার মিলু। পরে অতিথিবৃন্দ খেলোয়ারদের সাথে পরিচিত হন।
খেলা শুরু হওয়ার ৪ মিনিটের মাথায় নেত্রকোনা সদর উপজেলার ৭ নং জার্সিররাজীব দর্শনীয় শর্টে গোল করে দলকে এগিয়ে নিয়ে যান। ৩০ মিনিটের সময় সদর উপজেলার ৯ নং জার্সিও সাইফ গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন। প্রথমার্ধে খেলা ২-০ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলে নেত্রকোনা সদর উপজেলা আটপাড়া উপজেলার উপর আরো বেশী চড়াও হয়।
দ্বিতীয়ার্ধে ৮ মিনিটের সময় সদর উপজেলার সোহেল গোল করে দলকে ৩-০ গোলে এগিয়ে দেন। এর নয় মিনিট পর ২য়ার্ধে ১৭ মিনিটে ৯ নং জার্সির সাইফ আরো একটি গোল করে দলকে ৪-০ গোলে এগিয়ে দেন। শেষ দিকে আটপাড়া কিছুটা গোল শোধ করার জন্য মরিয়া হয়ে খেললেও শেষ পর্যন্ত ৪- ০গোলে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়।
খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলা দেখতে গ্যালারিতে ভীড় জমান ক্রীড়ামোদিরা।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন