আত্মসমর্পণকারী টেকনাফ হ্নীলা ইউনিয়নের লেদা এলাকার মাদক ব্যবসায়ী আবু তাহেরের তারাবনিয়া ছড়ার বিলাস বহুল বাড়িতে অভিযান চালিয়ে নগদ টাকা ও ৬০ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ অভিযান চালান কক্সবাজারে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-১৫) সদস্যরা।
জানা যায়, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আত্মসমর্পণকারী মাদক ব্যবসায়ী টেকনাফ হ্নীলা ইউনিয়নের পূর্ব লেদা এলাকার জালাল আহমদের ছেলে আবু তাহেরের কক্সবাজার উত্তর তারাবনিয়ার ছড়া এলাকা নব-নির্মিত বিলাস বাড়িতে অভিযান চালায় কক্সবাজারে নবগঠিত র্যাব-১৫ এর অধিনায়ক লে. মেহেদী হাসানের নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল। এসময় ইঁদুরে কাটা ক্ষতিগ্রস্থ ৩৩ হাজার ও ২৩ হাজার মিলে নগদ মোট ৫৬ হাজার টাকা এবং আলমিরার ড্রয়ারের ভিতরে বিশেষ কায়দায় লুকানো ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। পরে আত্মসমর্পণ করা মাদক ব্যবসায়ী আবু তাহেরের বড় ভাই জালাল আহমদের ছেলে আবু বক্কর ছিদ্দিক, হোয়াইক্যংয়ের মহেশখালীয়া পাড়া এলাকার নুর আহমদের ছেলে সেলিম উদ্দিন ও কক্সবাজার পাহাড়তলী এলাকার কাদির বশরের ছেলে মোহাম্মদ আয়াছকে আটক করা হয়।
এদিকে, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আবু তাহের আত্মসমর্পণ করলেও তার সহোদর ভাই সিন্ডিকেটের অপর সদস্য জালাল আহমদের ছেলে হাসান মুরাদ, পূর্ব লেদার মৃত আনসারুল করিমের ছেলে পারভেজ ও কাইসার, একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে উসমান,
তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী হ্নীলা রঙ্গিখালী লামার পাড়া এলাকার মৃত ছিদ্দিক আহমদের ছেলে সরওয়ার কামাল প্রকাশ সরওয়ার শাহীন, নুর আহমদ প্রকাশ আই মেম্বারের ছেলে আবছার ও হেলাল সিন্ডিকেট এখনো হ্নীলা বাসষ্টেশনে ভিশন শো-রুমের পণ্যবোঝাই গাড়িতে করে এসব মাদকের চালান পাচার করছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় একটি প্রভাবশালী মহলের ছত্র-ছায়ায় উক্ত এলাকায় আরও বেশ কয়েকটি চক্র এখনো মাদকের অপতৎপরতায় লিপ্ত রয়েছে বলে এলাকাবাসী সূত্রে জানা যায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম