ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম ডাবলু মন্ডল, বয়স ৩০ বছর। বৃহস্পতিবার দিনগত রাতে উপজেলার কাগমারী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানা সূত্রে জানা গেছে, রাতে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে বন্দুকযুদ্ধে ডাবলু মারা যান। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি শাটারগান, এক রাউন্ড গুলি ও ২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে।
ডাবলু কোটচাঁদপুর উপজেলায়র দরগাতলা রেলস্টেশনের আত্তাব মন্ডলের ছেলে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ