নীলফামারীর সৈয়দপুরে যাত্রীবাহী বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইকের চালক মিন্টু হোসেন (২৮) ও দুই যাত্রী আফতাব হোসেন (৩০) ও আব্দুর রহীম (৩২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস পেছন দিক থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে ইজিবাইকটি দুমড়েমুচরে যায়। এসময় ঘটনাস্থলেই চালক মিন্টু মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দুই যাত্রী আফতাব ও আব্দুর রহীম মারা যান। নিহতরা সৈয়দপুর উত্তরা আবাসন এলাকার বাসিন্দা।
এ দুর্ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধ এলাকাবাসী প্রায় পাঁচ ঘণ্টা নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে রাখে। এসময় ওই সড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকা পরে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সাথে কথা বললে ঘাতক চালককে গ্রেফতারের আশ্বাস দিলে পৌনে ১১টার দিকে অবরোধ তুলে নেন অবরোধকারীরা।
নীলফামারীর অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর পরই বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুড়ি ফেলে নীলফামারী-সৈয়দপুর সড়ক অবরোধ করে। আমি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিক্ষুব্ধদের সাথে কথা বলে ঘাতক চালকসহ বাসটি আটকের আশ্বাস দিলে তারা বেলা পনে ১১টার দিকে অবরোধ তুলে নেয়। বর্তমানে ওই সড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। নিহত তিনজনের মরদেহ থানায় নেয়া হয়েছে এবং তাদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ঘাতক চালকসহ বাসটি আটকের চেষ্টা চলছে।’
বিডি প্রতিদিন/বাজিত হোসেন/এনায়েত করিম