ভারতের ওড়িশা রাজ্যে এরই মধ্যে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ফণী’। শুক্রবার স্থানীয় সময় সকাল পৌনে ৯টার দিকে ওই রাজ্যের পুরী ও গোপালপুর উপকূলে আঘাত হেনেছে এটি। কয়েক ঘণ্টার ব্যবধানে শক্তিশালী এই ঘূর্ণিঝড় আঘাত হানবে বাংলাদেশেও।
ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে লঞ্চ-স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চাপ বেড়েছে পাটুরিয়া-দৌলতদিয়া ফেরিঘাটে। পারাপারের অপেক্ষায় রয়েছে দুই শতাধিক যানবাহন। শুক্রবার দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে যানবাহনের বেশ চাপ দেখা গেছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌচলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ঘূর্ণিঝড় ‘ফণী’র কারণে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টা থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে। এ কারণে লঞ্চের যাত্রীরা ফেরিতে করে পদ্মা পাড়ি দিচ্ছেন।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, শুক্রবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীবাহী পরিবহনের চাপ বাড়ছে। পাটুরিয়া-দৌলতদিয়ায় পারাপারের অপেক্ষায় রয়েছে অন্তত ১০০ যাত্রীবাহী পরিবহন ও ১৫০ পণ্যবোঝাই ট্রাক। অগ্রাধিকার ভিত্তিতে পচনশীল পণ্যবোঝাই ট্রাক ও কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো পার করা হচ্ছে।
এ নৌরুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন পারাপার চলছে বলেও জানানো হয়েছে। এছাড়া, রো রো ফেরি রুহুল আমিন ভ্রাম্যমাণ কারখানা মধুমতি ওয়ার্কশপে মেরামতের জন্য নেওয়া হয়েছে বলেও জানা গেছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ