এবার বালির বস্তা হাতে বেড়িবাঁধ মেরামত করলেন সাতক্ষীরার এমপি জগলুল হায়দার। আজ সকালে শ্যামনগরের কালিন্দী নদীর ভাঙন দেখা দেওয়ায় তা মেরামত করতে এলাকাবাসীর সঙ্গে স্বেচ্ছাশ্রমে অংশ নেন সাতক্ষীরা-৪ আসনের সরকার দলীয় এই এমপি।
বৃহস্পতিবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্বাচনী এলাকার বিভিন্ন গ্রামে পায়ে হেটে জনগণকে ঘূর্ণিঝড় ফণী সর্ম্পকে সচেতন করেন এবং চূড়ান্ত সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গে আশ্রয়ণ কেন্দ্রে আশ্রয় নিতে অনুরোধ করেন। এর ধারাবাহিকতায় আজ তিনি সকাল থেকেই এলাকার মানুষকে সচেতন করতে বের হন। এ সময় জনগণকে দ্রুত সময়ের মধ্যে আশ্রয়ণ কেন্দ্রে চলে যেতে বলেন। একই সঙ্গে আতংকগ্রস্ত না হয়ে দুযোর্গ মোকাবিলায় প্রস্তুতি গ্রহণের নিদের্শ দেন তিনি।
এ প্রসঙ্গে জগলুল হায়দার বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ঘূর্ণিঝড় ফণীর সম্ভাব্য আঘাত হানার বিষয়ে জনগণকে আগাম সতর্ক করতে আজ ভোর থেকে নির্বাচনী এলাকার দুর্গম, প্রত্যন্ত, উপকূলীয় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো পরিদর্শন করি। শ্যামনগরের কালিন্দী নদীর বেড়িবাঁধে (ভারত সীমান্ত এলাকা) ভাঙন দেখা দেওয়ায় তা মেরামত করতে এলাকাবাসীর সাথে স্বেচ্ছাশ্রমে অংশগ্রহণ করি।
বিডি প্রতিদিন/হিমেল