নেত্রকোনার মদন উপজেলায় গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী হাওরে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন।
নিহতের নাম আব্দুল বারেক (৩৫)। তিনি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা পশ্চিম পাড়া গ্রামের মৃত রোমালির ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরের পর বাড়ির সামনে হাওরে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়।
এর আগে ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে নেত্রকোনা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় প্রায় আধঘণ্টা ভারী বৃষ্টি হয়। দূর্গাপুর মদনসহ নেত্রকোনা শহরে ঝড়ো হাওয়াসহ বজ্রপাতও পড়ে। এদিকে সকাল থেকে আকাশ মেঘলা থাকলেও তাপমাত্রা ছিলো ৩০ ডিগ্রী। ফলে ভ্যাপসা গরম অনুভূত হয়। কিন্তু বৃষ্টির ফলে কিছুটা গরম দূরীভূত হয়। তবে বাতাসে কোথাও কোন ক্ষতির খবর পাওয়া যায় নি। জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানিয়েছেন নজরদারি রয়েছে সবখানে।
বিডি প্রতিদিন/হিমেল