বরিশালে ঘূর্ণিঝড় ফণীর বিরূপ প্রভাব মোকাবেলায় জরুরি সার্বিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা প্রশাসনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.)
জাহিদ ফারুক শামীম এমপি।
জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ফণী মোকাবেলায় জেলা প্রশাসকের জরুরি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের সভাপতিত্বে সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি তালুকদার মো. ইউনুস, সিভিল
সার্জন ডা. মনোয়ার হোসেন, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম এবং সরকারী- বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় জানানো হয়, ঘূর্ণিঝড় ‘ফণী’ বরিশালে আঘাত হানার আশঙ্কা রয়েছে। দুর্যোগ মোকাবেলায় সব ধরনের পূর্ব প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। উপকূলীয় জেলা উপজেলায় প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়া দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় মজুদ ত্রাণ সামগ্রী প্রস্তুত করে রাখা হয়েছে। জেলায় ৩৩১ টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র প্রস্তুত আছে। এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ৪০ হাজারের বেশী মানুষ আশ্রয় নিয়েছে।
জেলায় ১৫৫টি স্বেচ্ছাসেবক টিম ছাড়াও ৪০৮টি মেডিকেল টিমে প্রস্তুত রয়েছে ২ হাজার ১০০ জন। এছাড়া ৩৩ টি এনজিও’র ৮০০ সদস্য, ৯টি ফায়ার সার্ভিসের স্টেশনে ১৩০ জন কর্মী, ২৫ হাজার শুকনো খাবারের প্যাকেট প্রস্তুত রাখা হয়েছে।
পুলিশ, আনসার ও ভিডিপি, কোস্টগার্ড, নৌ পুলিশ ও গ্রাম পুলিশ সহ অন্যান্য সংস্থার ২ হাজার ১৬০ জন সদস্য, ২৫টি এ্যাম্বুলেন্স এবং প্রস্তুত রয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে সহ প্রতিটি উপজেলায় ঘূর্ণিঝড় সংশ্লিষ্ট বিষয়ে তথ্য প্রাপ্তির জন্য কন্ট্রোল রুম চালু করা হয়েছে।
সভায় ঘূর্ণিঝড় ‘ফণী’ মোকাবেলায় সর্বস্থরের মানুষকে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন সভার প্রধান অতিথি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন