কথিত সোর্স পরিচয়ে ইয়াবা বিক্রির সময় মো জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৫১০ পিস ইয়াবা জব্দ করা হয়। বুধবার নগরীর বাকলিয়া থানাধীন নতুন ব্রিজ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া জহিরুল বাঁশখালী উপজেলার পশ্চিম চাম্বল এলাকার নুুরুল ইসলামের ছেলে। বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গ্রেফতার হওয়া জহিরুল বিভিন্ন সংস্থার সোর্স পরিচয় দিয়ে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক