সাতক্ষীরার কলারোয়া উপজেলার মদনপুরে কালাম ডাক্তারের মাছের ঘেরের বেড়িবাঁধ থেকে মাজেদুল ইসলাম (৩৮) নামের এক খুচরা মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে কলারোয়া থানা পুলিশ। বুধবার রাত ৮ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত মাজেদুল শ্রীরামপুর গ্রামের মাওলানা রেজাউল হকের ছেলে। আড়ৎ থেকে পাইকারী মাছ কিনে এনে সে এলাকাতে বেচা-কেনা করে সংসার চালাতো। বুধবার তিনি নিজ বাড়ি থেকে বাঁগাআচড়া মৎস্য আড়তের উদ্দেশ্য বের হন মাছ কেনার জন্য। পরে সারাদিন পার হয়ে গেলে মাজেদুল বাড়িতে না আসায় পরিবারের লোকজন তাকে বিভিন্ন জায়গায় খুঁজতে থাকেন। মাগরিবের নামাজের পর স্থানীয় মাছ চাষীরা ওই ঘের পাহারা দিতে গেলে বেঁড়িবাঁধের পাশে মাজেদুলের লাশ দেখে কলারোয়া থানা পুলিশ ও পরিবারকে খবর দেয়।
থানার নবাগত অফিসার ইনচার্জ শেখ মুনীর উল গীয়াসের নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করেন। নিহত মাজেদুলের শরীরে বিভিন্ন জায়গায় একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দিনের কোন এক সময় কে বা কারা তাকে হত্যা করে লাশ বেঁড়িবাঁধে ফেলে রেখে চলে যায়।
বিডি-প্রতিদিন/শফিক