ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ইয়াবা ট্যাবলেট ও ফেনসিডিলসহ মা ও ছেলেকে আটক করেছে র্যাব-১৪। আটকরা হলো উপজেলার পেটুয়াজুরী গ্রামের কালা মিয়ার স্ত্রী মোছাম্মত নারগিছ বেগম (৩৫) ও তার ছেলে মো. কবির হোসেন (১৫)। বৃহস্পতিবার দুপুরে র্যাবের পক্ষ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বুধবার গভীর রাতে পেটুয়াজুরী গ্রাম থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব। র্যাব জানায়, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিভিন্ন সময় বিজয়নগর থানাসহ জেলার বিভিন্ন স্থানে পাচার করছে।
এমন সংবাদের ভিত্তিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল পেটুয়াজুরী গ্রামে অভিযান চালিয়ে নিজ বসত ঘর থেকে তাদের আটক করে।
এ সময় তাদের কাছে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা ট্যাবলেট, ১৭ বোতল ফেনসিডিল ও ২২ বোতল নিষিদ্ধ স্কফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় জেলার বিজয়নগর থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক