কিশোরগঞ্জে শ্বশুরের হাতে রূপক ওরফে ওমর ফারুক (২৮) নামে এক জামাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুপক শহরের বত্রিশ এলাকার বাসিন্দা। তিনি সম্প্রতি হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলমান হয়েছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার গরিবের বস্তিতে বসবাসকারী শ্বশুর বাক্কার মিয়ার (৫২) বাসায় কয়েকদিন ধরে ওমর ফারুক তার স্ত্রীকে নিয়ে অবস্থান করছিলেন। পারিবারিক কারণে গত বুধবার ওই বাসা থেকে স্ত্রীকে নিয়ে চলে যান ফারুক। পরে আজ বৃহস্পতিবার দুপুরে শ্বশুরের বাসায় ফারুক গেলে শ্বশুর বাক্কারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শ্বশুর বাক্কার দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও জবাই করে ফারুককে হত্যা করেন।
এ সময় স্থানীয়রা এগিয়ে গেলে বাক্কার পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক জানান, নিহত ওমর ফারুক মাদকাসক্ত ছিলেন। বাক্কার তার সৎ শ্বশুর। ঘটনার সময় শ্বশুরের কাছে কিছু চাইতে গিয়ে হত্যার শিকার হন তিনি। হত্যাকারীকে আটক করতে অভিযান চলছে বলে জানান তিনি।
বিডি-প্রতিদিন/শফিক