কক্সবাজারের টেকনাফের সদর ইউনিয়নের রাজারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকার ঝাউগাছ থেকে লাল মিয়ার (৩৫) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি মৃত আব্দুর রশিদের (পুরাতন রোহিঙ্গা) ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার সকালে সদরের রাজারছড়া এলাকার ৩ কন্যা সন্তানের জনক লাল মিয়ার লাশ ঝাউগাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক সুজিত চন্দ্র দে’র নেতৃত্বে একটি পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশটি উদ্ধার করে।
জানা যায়, প্রায় ১৬ বছর আগে টেকনাফ সদরের রাজারছড়ার মুজিবুর রহমানের কন্যা লাইলা বেগমকে বিয়ে করে ঘর-সংসার করে আসছিল লাল মিয়া। তাদের সংসারে তাসলিমা (১১), আমিনা (৮) ও মরিয়ম (৫) নামে তিন কন্যা সন্তান রয়েছে। তার ছোট কন্যা মরিয়ম একজন প্রতিবন্ধী এবং নিজেও পঙ্গু। ধারণা করা হচ্ছে, অভাবের তাড়নায় বেকার লাল মিয়া আত্মহত্যা করেছে।
বিডি-প্রতিদিন/শফিক