কক্সবাজারের টেকনাফ শাহপরীরদ্বীপ কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। তবে এঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কোস্টগার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে.কমান্ডার বিএন এম হামিদুল ইসলাম জানান, বুধবার রাতে শাহপরীরদ্বীপ বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান দিয়ে ইয়াবা পাচারের সংবাদ পেয়ে শাহপরীরদ্বীপ কোস্ট গার্ডের টহল দল শাহপরীরদ্বীপ বাজার সংলগ্ন এলাকায় যায়।
সেখানে সন্দেহভাজন দুইজন লোককে থামার সংকেত দিলে লোক দুটি না থেমে একটি পলিথিনের প্যাকেট ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে উক্ত স্থান তল্লাশি করে প্যাকেটটি থেকে পরিত্যক্ত অবস্থায় চার হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। উক্ত অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক