বাগেরহাট- খুলনা সড়কের বাগেরহাট সদরের দশানী-বাদামতলা এলাকায় বাসচাপায় দুই পথচারী নিহত হয়েছে।বৃহস্পতিবার বিকালে সাড়ে ৪টার দিকে সড়ক পারাপারের সময়ে এক শিশু ও এক মহিলাকে দ্রুতগামী একটি বাস চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তারা মারা যায়। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
বাগেরহাট মডেল থারা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাপ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অজ্ঞান লাশ দুটির পরিচয় ও ঘাতক বাসটি সনাক্তের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার