বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা সভাপতি এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শে দল না থাকায় দল সংকটে পড়েছে। দলের মধ্যে হতাশা ও বিভ্রান্তি থাকতে পারে। তবে সত্যিকারভাবে যদি জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখা যায়, তাহলে বিএনপি আবার ঘুরে দাঁড়াতে পারবে। আমরা জিয়ার আদর্শে দল পুনর্গঠন চাই।
তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শহরের আলাইপুরে জেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে নাটোর জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভা ও ইফতার মহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমিনুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্যে রাখেন জেলা বিএনপি’র সহসভাপতি মহিদুল ইসলাম বাচ্চু, সদর থানা সভাপতি রহিম নেওয়াজ, শহর বিএনপি’র সভাপতি এ্যাডভোকেট রুহুল আমিন তালুকদার টগর, সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, জেলা বিএনপি’র প্রচার সম্পাদক ফরহাদ আলী দেওয়ান শাহীন, জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম, যুগ্ম সম্পাদক এম হাসান পরশ, সাংগঠনিক সম্পাদক পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক রাসেল রনি, জেলা ছাত্রদল সভাপতি কামরুল ইসলাম,সাধারণ সম্পাদক মারুফ হাসান সৃজনসহ অরোও অনেকে।
বিডি প্রতিদিন/এ মজুমদার