বাগেরহাট-২ আসনের এমপি শেখ সারহান নাসের তন্ময় বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়। তাই আমি বাগেরহাটের উন্নয়নের জন্য এখান থেকে নির্বাচন করিনি। বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনকে সারা দেশের উন্নয়নের রোল মডেল হিসেবে গড়ে তুলতেই এখান থেকে নির্বাচন করেছি। আগামীতে দেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ বাগেরহাটে আসবে এখানের উন্নয়ন দেখতে।
রবিবার বিকেলে বাগেরহাটর জেলাস পরিষদ মিলনায়তনে ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
শেখ তন্ময় আরও বলেন, জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবীণ নেতাদের মূল্যায়ন করতে হবে। তাদের অনেক ত্যাগের বিনিময়ে আজ আওয়ামী লীগ এমন অবস্থায় এসেছে। আর আমাদের প্রত্যকের দায়িত্ব হচ্ছে মুরুব্বিদের সম্মান করা।
বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান এম এ মতিন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহ্বায়ক সরদার নাসির উদ্দিন প্রমুখ।
ঈদ পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে, সংসদ সদস্য শেখ তন্ময় বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখেন ও এলাকাবাসির খোঁজ-খবর নেন।
বিডি-প্রতিদিন/০৯ জুন, ২০১৯/মাহবুব