কিশোরগঞ্জের তাড়াইলে মানসিক প্রতিবন্ধী যুবক মোশারফকে (১৯) নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বিকালে উপজেলা পরিষদের সামনে মানবাধিকার কমিশন তাড়াইল উপজেলা শাখাসহ বিভিন্ন সংগঠন মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধন থেকে বক্তারা নির্যাতনের হুকুমদাতা দড়িজাহাঙ্গীরপুর গ্রামের অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা এম আর খান সাহানের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে ঘোষাণা দেওয়া হয়।
বাংলাদেশ মানবধিকার কমিশন তাড়াইল শাখার সভাপতি এনামুল হক ভূঁইয়া নজরুলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুকুট রঞ্জন দাস, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার ফাউন্ডেশন তাড়াইল উপজেলা শাখার সভাপতি আলী হায়দার, সহিলাটি গ্রামের ঠিকাদার মো. আব্দুল হাই, তাড়াইল বাজারের ঔষধ ব্যবসায়ী রফিকুল ইসলাম, তাড়াইল উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবির, তাড়াইল উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক রাজু সিকদার, শামুকজানি গ্রামের সাফায়েত মোহাম্মদ আকাশ প্রমুখ।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে দড়িজাহাঙ্গীরপুর গ্রামে অবসরপ্রাপ্ত কাস্টম কর্মকর্তা এম আর খান সাহানের বাড়িতে পার্শ্ববর্তী শামুকজানি গ্রামের কেন্তু মিয়ার ছেলে মানসিক প্রতিবন্ধী মোশারফ হোসনকে চুরির অভিযোগে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ ঘটনায় মোশারফের বড় ভাই সাদ্দাম হোসেন বাদী হয়ে এম আর খান সাহানসহ তিনজনের নামে তাড়াইল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার আসামি হিটলারকে গ্রেফতার করলেও অন্যরা পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক