কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নে বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শাহ আলম (১৮) নামে একজন যুবক আহত হয়েছেন।
রবিবার বিকাল ৩টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামে এ ঘটনাটি ঘটে। এ তথ্যটি নিশ্চিত করেছেন ইউপির চেয়ারম্যান আজিজ উদ্দিন।
তিনি বলেন, বিকেলে উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শীলখালী গ্রামের বাসিন্দা দিন মজুদ সৈয়দ আকবর ও স্ত্রী লায়লা বেগমের একটি গরু বজ্রপাতে মারা গেছে। এসময় পাশে থাকা গরুর মালিকের ছেলে শাহ আলম আহত হয়েছেন। বজ্রপাতে মৃত গরুটি গর্ত করে পুঁতে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন