পঞ্চগড়ের বোদা উপজেলায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুুরে উপজেলার বেংহাড়ি-বনগ্রাম ইউনিয়নের টেকরাপাড়া এলাকায় সংকরের খাল থেকে লাশটি উদ্ধার করে বোদা থানা পুলিশ।
রাতে ওই ব্যক্তির গলায় জিআই তার পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে খালের মধ্যে ফেলে রেখেছে বলে ধারনা করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় লোকজন সংকরখাল সংলগ্ন তেজপাতা বাগানে গরু নিয়ে যাওয়ার সময় ওই খালে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হায়দার মো. আশরাফুজ্জামান বলেন, অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশটির পরনে টি-শার্ট ও লুঙ্গি ছিল। এ ঘটনায় বোদা থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান।
বিডি প্রতিদিন/ফারজানা