নাটোরে সড়ক দুর্ঘটনায় দেওয়ান আলী নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে আহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দেওয়ান আলী সদর উপজেলার আওড়াইল গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্য জানান, দুপুরে তরকারি বিক্রি করতে বাড়ি থেকে ভ্যান যোগে আহাম্মেদপুরে যান দেওয়ান। এ সময় আহাম্মদপুর এলাকায় পৌঁছালে একটি পিকআপ তাদের চাপা দেয়। এ সময় দেওয়ান আলীসহ ৪ জন আহত হয়। তাদের দ্রুত নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হলে সেখানে দেওয়ান আলী মারা যান।
এদিকে ঘাতক পিকআপটি জব্দ করতে পারলেও চালককে আটক করতে পারেনি পুলিশ।
বিডি-প্রতিদিন/১০ জুন, ২০১৯/মাহবুব