বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসানের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার দুপুর ১২টায় শহরের নবাববাড়ী রোডস্থ জেলা কার্যালয়ের সামনে জেলা ছাত্রদল এ প্রতিবাদ কর্মসূচীর আয়োজন করে। নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এরপর মিছিলটি ফিরে এসে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হয়।
জেলা ছাত্রদলের সহসভাপতি তারিক মজিদ সোহাগের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এমআর ইসলাম স্বাধীন।
অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, সৌরভ হাসান শিবলু, সরদার সিফাত. আবু হাবিব শফিক, রাকিবুল ইসলাম রাকিব, সোহেল রানা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন শাহাদত হোসেন, আলমগীর হোসেন, রিপন হাসান রিমন, মোঃ জন পিএন সরকার, সানজি বাধন, মিলন, রাহিম প্রমুখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন