চুয়াডাঙ্গা-মেহেরপুর সড়কের মাথাভাঙ্গা নদীর উপর নির্মিত ব্রিজটির মাঝামাঝি আবারও গর্ত দেখা দিয়েছে। ফলে মারাত্মক ঝুঁকি নিয়েই চুয়াডাঙ্গা-মেহেরপুর ও মেহেরপুর-ঢাকা রুটের যানবাহনগুলো চলাচল করছে।
মঙ্গলবার বিকালে ভারী যানবাহন চলাচল করার এক পর্যায়ে এ গর্তের সৃষ্টি হয়। এতে স্থানীয়রা আতংকিত হয়ে পড়েন। বন্ধ হয়ে যায় যান চলাচল। পরে সড়ক বিভাগের কর্মিরা ঘটনাস্থলে এসে গর্তের সাময়িক মেরামতের উদ্যোগ নেন।
এসময় তারা বলেন, ব্রিজটি আগে থেকেই ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা ছিলো।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ অক্টোবর ব্রিজটির মাঝামাঝি আরো একটি গর্ত ও ফাটল দেখা দেয়। সে সময়ও সড়ক বিভাগ সাময়িক মেরামত করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার