খুলনার দিঘলিয়ায় গৃহবধূ হালিমা বেগম হত্যা মামলায় তার ভাগ্নে মো. রফিকুল ইসলাম (২৭) কে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে খুলনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মশিউর রহমান এ রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার পর আসামি রফিকুল ইসলামকে আদালত থেকে কারাগারে নেয়া হয়েছে।
নিহত হালিমা বেগমের স্বামী জিন্নাত আলী শেখ খুলনার স্টার জুট মিলের শ্রমিক। আসামি রফিকুল ইসলাম ক্রিসেন্ট জুট মিলের বদলি শ্রমিক ছিলেন। একই এলাকায় থাকার কারণে তাদের মধ্যে মামা-ভাগ্নে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর চন্দনীমহল গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাজী আবু শাহিন বলেন, ঘটনার দিন সকালে রফিকুল ইসলাম তার মামী হালিমা বেগমের কাছে পাঁচ হাজার টাকা ধার চান। হালিমা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে তার গলায় ওড়না পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহত হালিমা বেগমের স্বামী জিন্নাত আলী শেখ বাদী হয়ে দিঘলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিঘলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ লুৎফর রহমান তদন্ত শেষে ২০১৫ সালের ২৮ এপ্রিল আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ২৫ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন।
বিডি-প্রতিদিন/সালঅহ উদ্দীন