মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লাশবহনকারী একটি পিকআপ গাড়ি আটকিয়ে পুলিশ টাকা দাবি করায় সড়ক অবরোধ করেছেন শ্রমিকরা। পরে ওই পুলিশকে শস্তি প্রদানের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়। আজ সকালে এ ঘটনা ঘটে।
পিকআপ চালক শাকিল জানান, আজ লাশ নিয়ে অলিপুর যাওয়ার পথে উপজেলার সাতগাঁত্ত হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটু আগে তার গাড়ি থামিয়ে পাঁচ হাজার টাকা দাবি করেন ওই ফাঁড়ির দায়িত্বে থাকা এসআই নান্নু মন্ডল। তিনি টাকা দিতে অনিহা প্রকাশ করলে লাশবাহী গাড়িটি আটকিয়ে রাখা হয়। অনেক বাকবিকন্ডতার পরও গাড়িটি না ছাড়লে অন্য শ্রমিকরা এসে ঢাকা- সিলেট মহাসড়ক অবরোধ করে। এসময় সড়কের দুই পাশে কয়েকশ' গাড়ি আটকে পরে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুস ছালেক ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের শান্ত করেন।
তবে এ অভিযোগ মিথ্যা দাবি করে এসআই নান্নু মন্ডল বলেন, রাস্তায় কি গাড়ির অভাব পরছে যে, লাশের গাড়ি আটকিয়ে টাকা নিতে হবে?
এ ব্যাপারে ওসি আব্দুস ছালেক বলেন, ‘ওই পুলিশের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/হিমেল