আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মুলে শেখ হাসিনা সরকার সাফল্য অর্জন করছে। কিন্তু একটি কুচক্রী মহল সব সময় ষড়যন্ত্র করছে। যুবলীগকে এ সকল ষড়যন্ত্র প্রতিহত করতে সাহসী ভূমিকা পালন করতে হবে।
শনিবার দুপুরে শহীদ এম মুনসুর আলী অডিটোরিয়ামে সিরাজগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের প্রথম পর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাসিম বলেন, আওয়ামী লীগ জনগণের বিপুল ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছে। আগুন সন্ত্রাসীদের দেশের মানুষ প্রত্যাখান করেছে, আগামীতেও করবে। আগামীতে আবারও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এ জন্য যুবলীগকে দেশপ্রেমে উদ্ধুদ্ধ হয়ে কাজ করতে হবে।
দলে যাদের অবদান রয়েছে, এমন সৎ ও দক্ষ কর্মীকে যুবলীগ নেতা নির্বাচিত করতে কাউন্সিলদের আহ্বান জানান মোহাম্মদ নাসিম।
আলোচনা সভায় যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কর্ণধার প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধুই অর্জন। ১ লাখ ৫৬ হাজার বর্গকিলোমিটারের বাংলাদেশ সমুদ্র জয়ের কারণে এখন ২ লক্ষাধিক বর্গকিলোমিটার হয়েছে। ছিটমহলও এখন বাংলাদেশে। দেশ মধ্যম আয়ের পথ অর্জন করছে। শেখ হাসিনার এ অর্জন যুবলীগকে ধরে রাখতে হবে। মনে রাখতে হবে যুবলীগই আওয়ামী লীগের সহায়ক শক্তি। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে যুবলীগকেই সব সময় অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খান চিনুর সভাপতিত্বে বক্তব্যে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি প্রমুখ। সম্মেলনে কেন্দ্রীয় যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম