Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ১৫ জুন, ২০১৯ ২০:৩৮

আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

আখাউড়ায় ট্রাকের ধাক্কায় অটোরিকশা খাদে, শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা খাদে পড়ে আয়েশা আক্তার (০২) নামের এক শিশু নিহত হয়েছে। আজ দুপুর দেড়টার ১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

শিশু আয়েশা জেলার সদর উপজেলার গোকর্ণঘাট গ্রামের ওমর ফারুকের মেয়ে। এই ঘটনায় আয়েশার মা মুক্তা ও তার ফুফা আলমগীর আহত হয়েছে। 

জেলা সদর হাসপাতালে আহতরা জানায়, ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে আয়েশার বাবা ওমর ফারুক, মা মুক্তা বেগম ও ফুফা আলমগীরসহ পরিবারের ৫ জন সিএনজি চালিত অটোরিকশাযোগে কসবা উপজেলায় চারগাছে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় সিএনজিটিকে দ্রুতগামী ট্রাক পেছন দিয়ে ধাক্কা দিলে সিএনজিটি পাশের খাদে চলে যায়। এতে এ হতাহতের ঘটনা ঘটে। 

ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এবিএম মুসা জানান, শিশুটিকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যুবরণ করেছে। 

আখাউড়া থানার পরিদর্শক (তদন্ত) আরিফুল আমিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা যায়নি। সিএনজিটি পুলিশ হেফাজতে রয়েছে। 


বিডি প্রতিদিন/হিমেল


আপনার মন্তব্য