২১ আগস্ট, ২০১৯ ১৬:১০

শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষে নারীর মৃত্যু

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ :

শৈলকুপায় গ্রামবাসীর সংঘর্ষে নারীর মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে গত ৪ আগস্চট দু’দল গ্রামবাসীর সংঘর্ষের ঘটনা ঘটে। এতে নারীসহ অন্তত ৫০ জন আহত হয়। এদের মধ্যে কয়েকজনকে শৈলকুপা হাসপাতালে আর বাকীদের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর ভর্তি করা হয়। আহতদের মধ্যে এক নারী আজ বুধবার সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের নাম পতিরন নেছা, তিনি পাইকপাড়া দক্ষিনপাড়ার সাত্তার শেখের স্ত্রী। 

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান খবরের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। অন্যদিকে, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পাইকপাড়া গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আরিফ ও শৈলকুপা থানার ওসি বজলুর রহমান ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর