রাজশাহীর বাঘায় পিস্তল ও রাইফেলের ১২ রাউন্ড গুলিসহ ফিরোজা বেগম নামের এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার আড়ানী বাজারের পূর্ব দিকের বেইলী ব্রিজ সংলগ্ন তার বাড়ি থেকে গুলি, গাঁজা, রামদা ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। ফিরোজা বেগম আড়ানী পৌর বাজারের রাসেল আহম্মেদ ফিরোজের স্ত্রী।
জানা যায়, শুক্রবার রাত আড়াইটার দিকে আড়ানী জোতরঘু গ্রামের কুদ্দুস আলীর ছেলে খায়রুল ইসলামকে (২৫) গোপন সংবাদের ভিত্তিতে আড়ানী বাজার থেকে ৬০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। খায়রুল মাদক ব্যবসায়ী রাসেল আহম্মেদ ফিরোজ ও তার স্ত্রী ফিরোজা বেগমের কাছ থেকে ইয়াবা কিনেছে বলে পুলিশকে জানায়। এরপর পুলিশ রাসেল আহম্মেদ ফিরোজের বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিচ ইয়াবা, ৫ কেজি গাঁজা, ৬ রাউন্ড তাজা পিস্তলের গুলি, ৬ রাউন্ড তাজা রাইফেলের গুলি, ১টি বড় রামদা উদ্ধার করা হয়। এ সময় ফিরোজা বেগমকে গ্রেফতার করা হয়। তবে পুলিশের উপস্থিত টের পেয়ে রাসেল আহম্মেদ ফিরোজ পালিয়ে যায়।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের নামে মাদক ও অস্ত্র আইনে আলাদা দুটি মামলা দিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ