মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্টের আয়োজনে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য টাঙ্গাইলে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।
শনিবার কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের আর্থিক ও অধ্যাপক এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালে সহায়তায় এই চক্ষু শিবির বায়স্তবায়ন করা হয়।
এই চক্ষু শিবিরে বিনামূল্যে ৭০০ সুবিধাবঞ্চিত চক্ষু রোগীর চোখ পরীক্ষা করানো হয়েছে। এদের মধ্যে ১৪৫জন রোগীকে বিনামূল্যে চশমা দেয়া হয়েছে এবং ১০০ জনের ছানি রোগী সনাক্ত করা হয়েছে। তাদের বিনামূল্যে ছানি অপরারেশন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন মানবিক সাহায্য সংস্থার সভাপতি ফিরোজ এম হাসান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেডের গ্রুপ চিফ কমিউনিকেশন অফিসার আজম খান, মানবিক সাহায্য সংস্থার উপদেষ্টা তারিকুল গনি, এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা ও অ্যাডভোকেসী মিডিয়া এন্ড কমিউনিকেশন এর সহকারী পরিচালক আক্তারী আসফ স্বপনা রেজা প্রমুখ।
বিডি প্রতিদিন/ফারজানা