ভুয়া ফেসবুক আইডি'র বিরুদ্ধে জিডি করলেন ময়মনসিংহের ফুলপুর পৌরসভার মেয়র মো. আমিনুল হক। গতকাল শুক্রবার এ জিডি করা হয়।
অভিযোগে মেয়র আমিনুল হক বলেন, ‘মেয়র ফুলপুর পৌরসভা’ নামে আমার একটি ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। এটা ব্যতীত আমার অন্য কোন অ্যাকাউন্ট নেই। অথচ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছবি ব্যবহার করে ‘ফুলপুর পৌরসভা’ নামের একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে। যা দিয়ে একটি কুচক্রী মহল আমার ও ফুলপুর পৌরসভার ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে ওসি ইমারত হোসেন গাজী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমরা জেলা গোয়েন্দা বিভাগে পাঠিয়েছি। ওখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি-প্রতিদিন/শফিক