জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের কুলখানি (চল্লিশা) কর্মসূচি উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে টাঙ্গাইল স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টি পল্লীবন্ধুর কুলখানির আয়োজন করে।
আয়োজিত কুলখানিতে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুস সালাম চাকলাদার, সদর উপজেলা শাখার সভাপতি আবু তাহের, জাতীয় আইনজীবী ফেডারেশনের সাধারণ সম্পাদক কবির হোসেন, জাতীয় পার্টির জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা প্রমুখ।
সবশেষে পল্লীবন্ধু এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/কালাম