প্রাথমিক শিক্ষার মানন্নোয়নে সকল প্রাথমিক বিদ্যালয়ে সরকারি ব্যবস্থাপনায় স্কুল ফিডিং নীতিমালার আওতায় দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে ‘মিড ডে মিল’ কার্যক্রম চালু করা হবে।
এছাড়া ‘বঙ্গবন্ধু বুক কর্নার’ নামে লাইব্রেরি স্থাপন ও ৬০ হাজার নতুন ক্লাস রুম নির্মাণসহ নানা কর্মসূচি হাতে নিয়ে কাজ করছে সরকার।
প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল-হোসেন শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মাগুরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে ‘নৈতিক মূল্যবোধের বিকাশ ও মান সম্মত শিক্ষা নিশ্চিতকরণের লক্ষ্যে’ আয়োজিত মা সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আলী আকবর, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু প্রমুখ।
সমাবেশে প্রাথমিক ও গণ শিক্ষা সচিব আরও বলেন, ‘মা’ হচ্ছেন শিশুর প্রথম শিক্ষক, আর শিক্ষকরা হচ্ছেন তাদের দ্বিতীয় মা। উভয়কেই দায়িত্বশীল ভূমিকা পালনের মাধ্যমে শিশুদেরকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এ সময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গড়ে তোলার যে ঘোষণা দিয়েছেন, শিশুরা মেধা মেধা সম্পন্ন না হলে তা বাস্তবায়ন করা সম্ভব হবে না।
আগামীতে শিশুরা যাতে যোগ্য, মেধা সম্পন্ন-ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে পারে সেজন্য মা ও শিক্ষকদের আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম