মানিকগঞ্জে জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মানিকগঞ্জ জেলা শাখা।
শনিবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের মধ্য দিয়ে এই শোক দিবস পালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাঈমূর রহমান দূর্জয়, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদী, সহ-সম্পাদক আবিদ হাসান বিপ্লব।
জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালন করেন জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি।
বিডি প্রতিদিন/কালাম