নাটোরে জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান এরশাদের রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে জেলা জাতীয় পার্টির আয়োজনে এ মিলাদ মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও জাতীয় পাটির প্রেসিডিয়াম সদস্য মো. মজিবুর রহমান সেন্টু, জেলা যুব সংহতি সভাপতি আব্দুস সাত্তার মিঠু, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সোহেল রানা, জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান, সিংড়া জাতীয় পার্টির সভাপতি ইঞ্জি. আনিছুর রহমান, সিংড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, গুরুদাসপুর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিল আহম্মেদ, গুরুদাসপুর পৌর সভাপতি মজিবুর রহমান মজনু, বাগাতিপাড়া জাতীয় পার্টির সভাপতি শমসের আলী, জাতীয় পার্টির মহিলা দল সভাপতি রুবি বেগম, সাধারণ সম্পাদক মোছা. ফজিলা বেগম, ছাত্রনেতা মেহেদী, সজিব আহমেদসহ বিভিন্ন উপজেলা নেতাকর্মী।
বিডি-প্রতিদিন/শফিক