গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত আরো ৪০ শিশু ভর্তি হয়েছে। এ নিয়ে ভর্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৪০ জনে। আর গত এক সপ্তাহে মোট নিউমোনিয়ায় আক্রান্ত শিশু ভর্তির সংখ্যা হচ্ছে ৩৫০ জন।
চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক ডা. মাহফুজুর রহমান জানান, নিউমোনিয়া রোগীর সংখ্যা যেন থামছে না, প্রতিদিনই সকাল থেকে নতুন রোগীর স্বজনরা ভিড় করছে। রোগী ভর্তির বাড়তি চাপের কারণে শিশু ওয়ার্ডে জায়গা না পেয়ে মেঝেতে ও হাসপালের বারান্দায় চিকিৎসা নিচ্ছে তারা।
চিকিৎসক আরো জানান, রোগীরা একটু সুস্থ হলের তাদের ছেড়ে দেয়া হচ্ছে। নিউমোনিয়ায় আক্রান্তদের ক্ষেত্রে পরামর্শ বিশুদ্ধ পানি, পরিস্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখা এবং সঠিক যত্ম নিলে এই রোগ কমে।
তিনি আরো জানান, আবহাওয়া পরিবর্তন, অতিরিক্ত ভ্যাপসা গরমে, হঠাৎ হঠাৎ বৃষ্টির জন্য নিউমোনিয়া রোগীর সংখ্যা বাড়ার প্রধান কারণ।
বিডি প্রতিদিন/হিমেল