সুনামগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ও বিরোধী দলের হুইপ পীর ফজলুর রহমান মিসবাহ বলেছেন, পল্লীবন্ধু এরশাদের হাত ধরেই বাংলাদেশের শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায় পর্যন্ত উন্নয়ন হয়েছে। তিনি প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করেছেন। সরকারি সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছেন। উপজেলা পদ্ধতি তিনি প্রবর্তন করেন। যে কারণে সাবেক এই রাষ্ট্রপতি সাধারণ মানুষের অন্তরে হাজার বছর বেঁচে থাকবেন।
তিনি আরো বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বার বার সমর্থন দিয়ে দেশের গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকাতা রক্ষা করেছিল। তার এই দূরদর্শী সিদ্ধান্তের কারণেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। নানা সূচকে বাংলাদেশ উন্নতি করছে।
সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের কুলখানি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় পীর মিসবাহ এসব কথা বলেন।
শনিবার দুপুরে শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা জাতীয় পার্টি সাবেক রাষ্ট্রপতির স্মরণে এই কুলখানির আয়োজন করে।
জেলা জাপার যুগ্ম আহ্বায়ক রশিদ আহমদের সভাপতিত্বে ও সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সজ্জাদুর রহমান সাজুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন, জেলা জাপা নেতা সাইফুর রহমান শামছু, অ্যাডভোকেট মোহাম্মদ মানিক, জেলা যুব সংহতির আহ্বায়ক মনির উদ্দিন মনির, জাপা নেতা শেখ জাহির আলী, যুব সংহতি নেতা অ্যাডভোকেট নাজমুল হুদা হিমেল, গোলাম হোসেন অভি, জসিম উদ্দিন প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল