ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জের আলালপুর ও তারাকান্দার গোপালপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ দুইজন নিহত হয়েছে। এসময় আহত হয়েছেন আরও আট জন।
শুক্র ও শনিবারে পৃথক দুর্ঘটনায় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, হাজেরা খাতুন (৫৫) ও অপর একজন অজ্ঞাত (৩০)। অন্যদিকে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
কোতোয়ালী মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার শম্ভুগঞ্জ আলালপুর নামকস্থানে ময়মনসিংহগামী একটি ট্রাকের সাথে ফুলপুরগামী সিএনজির সংঘর্ষে অজ্ঞাত এক ব্যক্তি মারা যায়। এসময় এক শিশুসহ গুরুতর আহত হয় ছয় জন।
অপরদিকে তারাকান্দা থানার ওসি মিজানুর রহমান জানান, ময়মনসিংহ-শেরপুর সড়কের তারাকান্দা উপজেলার গোপালপুর নামকস্থানে শনিবার দুপুরে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল চাপায় হাজেরা খাতুন নামে এক নারী ঘটনাস্থলেই মারা যায়। এসময় গুরুতর আহত দুই মোটরসাইকেল আরোহীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হাজেরা খাতুন তার মা’র মৃত্যুর খবর শুনে সদর উপজেলার আনন্দিপুর গ্রামে নিজ বাড়িতে এসেছিল। মা’র কুলখানি শেষে শনিবার দুপুরে তারাকান্দা শ্বশুরবাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন