নোয়াখালীর সদর উপজেলায় ব্রাদারআন্দ্রেঁ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈবাহিক কারণে এসএসসি পরীক্ষা দিতে বাধা দেওয়ায় মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবক।
আজ শনিবার দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ২০২০ সালের এসএসসি শিক্ষার্থীরা দাবী করেন, বিবাহের কারনে তাদের শিক্ষা জীবন রুদ্ধ হতে পারেনা। এসময় বিদ্যালয়ের বিবাহিত শিক্ষার্থীরা পরীক্ষা দেওয়ার সুযোগ দেয়ার দাবি জানান।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ