ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিলের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের গোয়ালনগর মধ্যপাড়ায় এ ঘটনা ঘটে। মৃতরা হলেন গোয়ালনগর গ্রামের মাসুক মিয়ার ছেলে আরমান মিয়া (১৬) ও সালমান মিয়া (১৪)। তারা নিজ গ্রামের বাড়িতে ঈদ উপলক্ষে বেড়াতে এসেছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, ব্যবসায়ী মাসুক মিয়া পরিবার নিয়ে চট্টগ্রামে বসবাস করেন। ঈদ উপলক্ষে চট্টগ্রামে থেকে দুই ভাই বাড়িতে বেড়াতে আসে। ছোটবেলা থেকেই চট্টগ্রামে বসবাস করায় তারা দুই ভাই সাতাঁর জানত না। শনিবার দুপুরে বাড়ির পাশে বিলের পানিতে গোসল করতে গিয়ে ছোট সালমান মিয়া পানিতে ডুবে যায়। তাকে বাচাঁতে গিয়ে বড় ভাই আরমান মিয়াও ডুবে যায়।
স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন। তাদের মুত্যৃতে এলাকায় শোকের ছায়া নেমে পড়েছে।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ