সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের হতদ্ররিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনে নিরলস কাজ করে যাচ্ছে। কিন্তু কিছু অসৎ ব্যক্তি দারিদ্র্য বিমোচন কর্মসূচির সুবিধা ভোগীদের কাছ থেকে সুবিধা দেওয়ার নামে টাকা নিয়ে সরকারের মহতী কাজের সুনাম ক্ষুন্ন করছে। তাই সরকারের সুনাম ধরে রাখতে এসব অসৎ ব্যক্তিরা যে দল বা যে শ্রেণীর হোক না কেন, কাউকে ছাড় দেয়া হবেনা।
আজ শনিবার পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়া আয়োজিত ‘কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসকরণ’ শীর্ষক কর্মশালায় তিনি এসব কথা বলেন। এসময় নিজের এবং সরকারের ভাবমুর্তি বজায় রাখতে অসৎ ব্যক্তিরা যাতে কাছে ভিড়তে না পারে সেদিকে সজাক দৃষ্টি রাখার আহ্বান জানান মির্জা আজম।
তিনি আরও বলেন, জনগণ আমাদের ভোট দিয়ে নির্বাচিত করে এলাকার উন্নয়ন এবং তাদের সেবা দেওয়ার জন্য। আমরাও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে যাই নির্বাচনী এলাকার জনগণের সেবার জন্য, কিন্তু জনগণকে যদি সেই সেবা টাকা দিয়ে গ্রহণ করতে হয়, পাঁচ বছর পর আবারো তাদের কাছে ভোট চাইতে গেলে তারা মুখ ফিরিয়ে নেবে।
জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘কুড়িগ্রাম ও জামালপুর জেলার প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র হ্রাসকরণ’ শীর্ষক প্রকল্প কার্যক্রম অবহিতকরণ কর্মশালায় পল্লী উন্নয়ন একাডেমী (আরডিএ), বগুড়ার অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মো: আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজির মূখ্য সমন্বয়ক মো: আবুল কালাম আজাদ, জামালপুর-২ আসনের সংসদ সদস্য মো: ফরিদুল হক খান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো: এনামুল হক প্রমুখ।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ