জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের গরীব-দুঃখী অসহায় মানুষের স্বপ্ন পূরণে আমৃত্যু কাজ করে গেছেন। কিন্তু একদল মানুষরূপী হায়েনা নৃশংসভাবে তাকে সপরিবারে হত্যার ফলে তার সকল স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায়। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামী লীগের নেতাকর্মীদের কাজ করতে হবে।
শনিবার বিকালে টঙ্গীর দাড়াইল বটতলা এলাকায় গোল্ডেন ড্রিমস্ অ্যাসোসিয়েশনের উদ্যোগে অসহায় এক নারীকে ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও গোল্ডেন ড্রিমস্ অ্যাসোসিয়েশন এর চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী মোজাম্মেল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আবু নাসের উদ্দিন প্রমুখ।
বিডি-প্রতিদিন/মাহবুব