বগুড়ার ধুনট মডেল প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ইমরান হোসেন ইমনকে প্রাণনাশের হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অশালীন ভাষায় মানহানিকর পোস্ট দিয়েছেন এক শ্রমিকলীগ নেতা।
এ ঘটনায় শনিবার বিকেলে জীবনের নিরাপত্তা চেয়ে সাংবাদিক ইমরান হোসেন ইমন বাদী হয়ে ধুনট পৌর শ্রমিকলীগের সভাপতি ফারাইজুল ইসলাম ইজুলসহ অজ্ঞাত ৪-৫জনের বিরুদ্ধে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
চৌকিবাড়ি গ্রামের প্রাক্তন শিক্ষক মরহুম আমির হোসেন সরকারের ছেলে ইমরান হোসেন ইমন। তিনি দৈনিক যায়যায়দিন ও দৈনিক চাঁদনী বাজার পত্রিকার ধুনট প্রতিনিধি।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইমরান হোসেন ইমন সাংবাদিকতার পাশাপাশি সাব-ঠিকাদারী ব্যবসা করে আসছেন। সম্প্রতি তিনি ধুনট উপজেলা পরিষদের সরকারি মডেল মসজিদ নির্মাণে বালু ভরাটের সাব-ঠিকাদারের কাজ পান। গত ২১ আগস্ট থেকে ইমরান হোসেন ইমন ঠিকাদার প্রতিষ্ঠানকে বালু সরবরাহ করতে থাকেন। এ অবস্থায় গত ২৬ আগস্ট ধুনট পৌর শ্রমিকলীগের সভাপতি ফারাইজুল ইসলাম ইজুল ও অজ্ঞাত কয়েক ব্যক্তি মসজিদের বালু পরিবহনকারী ট্রাক থামিয়ে ইমনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করে। কিন্তু চাঁদা দিতে অস্বীকার করলে ফরাইজুল ইসলাম ইজুল ইমনকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ বিষয়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনকে অবগত করলে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।
এদিকে শনিবার সকালে ফারাইজুল ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যম তার ফেসবুক পেজে অশালীন-মানহানিকর ভাষা লিখে ইমরান হোসেন ইমনকে প্রাণনাশের হুমকি দিয়েছেন।
তবে এবিষয়ে ফারাইজুল ইসলাম ইজুলের সাথে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।
অনুসন্ধানে জানা গেছে, ফারাইজুল ইসলাম ইজুলের বিরুদ্ধে চাঁদাবাজি, জমিদখল, মারামারি, অপহরণ, চুরি ও মাদক মামলা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, সাংবাদিকের কাছে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকিসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন