সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের চেহলাম উপলক্ষে বগুড়ায় আলোচনা সভা, দোয়া মাহফিল ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া সদর উপজেলা, শহর জাতীয় পার্টি ও এর অঙ্গ সহযোগী সংগঠন। সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এইচ এম ইকবাল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক বিরোধি দলীয় চীফ হুইপ নুরুল ইসলাম ওমর।
এতে আরো বক্তব্য রাখেন জাপা নেতা আব্দুস সালাম বাবু, আবু তাহের আকন্দ, লুৎফর রহমান সরকার স্বপন, সানাউল্লাহ ছানা, জহুরুল ইসলাম মটু, আজিজ আহমেদ রুবেল, এম এ গণি সরকার, আরিফুল ইসলাম শহিদ, ফরহাদ আলী খোকন, সফিকুল ইসলাম রতন, তাহমিদ প্রতিক, সামছুল হক, সফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, মাকছুদ আলম, সুলতান আহম্মেদ, শরিফুল ইসলাম বাবু, আবু হাসান, বেলাল হোসেন, জাহিদ হাসান, ইনসানা খাতুন প্রমুখ।
এতে বক্তারা বলেন, পল্লীবন্ধু এরশাদ তাঁর কর্মের মধ্য দিয়ে বাংলার মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকবেন।
শেষে সাবেক রাষ্ট্রপতি এরশাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। চেহলাম উপলক্ষে সহস্রাধিক দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করেন অতিথিবৃন্দ।
বিডি-প্রতিদিন/মাহবুব