নরসিংদীতে প্রকাশ্য দিবালোকে রং ব্যাবসায়ী রুহুল আমীনকে কুপিয়ে হত্যার ঘটনায় ৭ জনকে আসামি করে সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সকালে নিহতের বড়ভাই বাদী হয়ে সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। হত্যাকান্ডের ঘটনায় মামলা প্রধান আসামি ছারোয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মামলার অভিযুক্তরা হলো বৌয়াকুড় এলাকার মৃত সেকেন্দার আলী মাষ্টারের ডিস ব্যাবসায়ী ছেলে ছারোয়ার (৫৫),তার ছেলে তানভির (২৮),তানজিদ (২৪),পশ্চিম ব্রাক্ষন্দী এলাকার আকবরের ছেলে ছোটন (৩৪),দাশপাড়া এলাকার রুহুল আীনের ছেলে মনির (২৮),বৌয়াকুড় এলাকার নয়ন (২৩) ও পশ্চিম ব্রাক্ষন্দী এলাকার বাচ্চু মিয়ার ছেলে হৃদয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সৈয়দুজ্জামান বলেন, নিহতের ভাই শরিফুল বাদী হয়ে ছারোয়ারকে প্রধান আসামি করে ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে। এর মধ্যে ছারোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার