পঞ্চগড়ে স্বেচ্ছাসেবী সংগঠন অধিকারের ২৫তম বছর পূর্তি উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সকালে এ উপলক্ষে পঞ্চগড় প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অধিকারের পঞ্চগড় জেলা শাখার মানবাধিকার কর্মী ও পঞ্চগড় টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজম্যান্ট কলেজের প্রভাষক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি ও মানবাধিকার কর্মী সফিকুল আলম।
বিশেষ অতিথি ছিলেন পঞ্চগড় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু। এসময় বক্তারা দেশে সম্প্রতি ঘটে যাওয়া খুন, গুম আর ক্রমবর্ধমান নির্যাতনের ঘটনায় উদ্যোগ প্রকাশ করেন। তারা মানবাধিকার রক্ষায় সকলকে আরো মানবিক হওয়ার আহ্বান জানান। এছাড়া দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও মানুষের বাক-স্বাধীনতাসহ সকল প্রকার অধিকার প্রতিষ্ঠার জন্য সরকারকে আরো গাতশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
এ সময় জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের কর্মীরাসহ জেলার মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/ফারজানা