বর্নাঢ্য আয়োজনে র্যালী ও সমাবেশের মধ্য দিয়ে বরিশালে আওয়ামী শ্রমিক লীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ শনিবার বেলা ১২টায় জেলা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে নগরীর সদর রোডের সোহেল চত্ত্বরের দলীয় কার্যালয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তৃতা করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামীগ সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসসহ অন্যান্যরা। জেলা শ্রমিক লীগ সভাপতি শাহজাহান হাওলাদারের সভাপতিত্বে সমাবেশে বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
সমাবেশ শেষে পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বাষিকীর র্যালীর উদ্বোধন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ এবং মহানগর সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল সহ অতিথিরা। পরে সোহেল চত্ত্বর থেকে বের হওয়া প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালী টি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে ফেল দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়।
শ্রমিক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কর্মসূচী উপলক্ষ্যে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করে আইন শৃঙ্খলা বাহিনী।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ