১৫ অক্টোবর, ২০১৯ ১৭:১৯

নেত্রকোনায় বিশ্ব হাত ধোয় দিবস পালিত

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় বিশ্ব হাত ধোয় দিবস পালিত

"সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন, সকলের হাত পরিচ্ছন্ন থাক” এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ব্র্যাকের সহযোগীতায় পৌর শহের বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

ছোটবাজারস্থ শহীদ মিনারের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া পাবলিক হলে গিয়ে শেষ হয়। এ সময় র‌্যালিতে নেতৃত্বদেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম। র‌্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুয় অংশগ্রহণ করেন। 

পরে পাবলিক হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মেহেরাজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মঈনউল ইমলাম, জেলা সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম, ব্র্যাক কর্মকর্তা প্রবাল সাহাসহ বিভন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর