১৫ অক্টোবর, ২০১৯ ১৯:৩৫

'দুর্যোগ মোকাবেলায় বিশ্বে শেখ হাসিনার সরকার রোল মডেল'

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

'দুর্যোগ মোকাবেলায় বিশ্বে শেখ হাসিনার সরকার রোল মডেল'

বগুড়া-১ আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ক্ষমতায় থাকে তখন দেশের মানুষ ভাল থাকে। দেশের উন্নয়ন হয়। বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে মানুষ কষ্টে দিনাতিপাত করেছে। এখন দিন বদলেছে, দেশে উন্নয়ন কার্যক্রম চলছে। পুষ্টি সম্পন্ন নিরপাদ খাদ্য গ্রহণ করায় মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়েছে।

তিনি আরো বলেন, দুর্যোগ মোকাবেলায় বিশ্বে শেখ হাসিনার সরকার রোল মডেল। সম্প্রতি বন্যা সরকার সফল ভাবে মোকাবেলা করেছে। দুর্যোগে একজন মানুষও খাদ্যের অভাবে কষ্ট পায়নি। দেশের উন্নয়নে নৌকা মার্কা বা শেখ হাসিনার কোন বিকল্প নাই।

মঙ্গলবার বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বিবিরপাড়া জে ইউ দাখিল মাদ্রাসা মাঠে কামালপুর মানবিক নাগরিক শ্রমজীবি সমবায় সমিতি লি. এর আয়োজনে এফ এইচ এসোসিয়েশনের সহযোগিতায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

সিডিসি উপদেষ্টা কমিটির সভাপতি আবু বক্করের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, এফএইচ এসোসিয়েশন বাংলাদেশের কান্টি ডিরেক্টর মার্সডেন ফরমার, কেইট মার্সডেন, এফ এইচ ইউনাইটেড কিংডম ইয়ান জনসন, জেলা পরিষদ সদস্য আনছার আলী, কামালপুর ইউপি চেয়ারম্যান হেদাইদুল ইসলাম, রিজিওনাল প্রোগ্রাম ম্যানেজার ঝরনা খাতুন, ডক্টর ল্যারী ওর্য়াড কেন্দ্রীয় ফোরামের সভাপতি নাজমুন নাহার, শাহিনুর বেগম প্রমুখ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর